অ্যালকেনের হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা কর।

উত্তর: সাধারণভাবে যে কোনো অ্যালকেনের হ্যালোজেনেশনের কৌশল হিসেবে বিবেচ্য। নিম্নে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশল বিস্তারিত আলোচনা করা হলো:

 

মিথেন এবং ক্লোরিন অন্ধকারে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। তবে অন্ধকার 250°C তাপমাত্রায় বিক্রিয়া করে। তাছাড়া অতিবেগুনি আলোকের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া সহজে ঘটে। কিন্তু কিছুমাত্র অক্সিজেনের উপস্থিতি বিক্রিয়াকে মন্থর করে ফেলে।