4G. 5G কী?

4G. 5G কী?

সাধারণভাবে G হচ্ছে Generation এর প্রতীক।

প্রতিটি অগ্রগামী জেনারেশন কল্পনানুসারে অধিক দ্রুততর, অধিক নিরাপদ, অধিক বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য। বর্তমানে পাওয়া 4G হচ্ছে সর্বাধিক অগ্রগামী এবং উন্নত টেকনোলজি। 3G এর উন্নত ভার্শন হলো 4G 3G-এর সাথে

তুলনা করলে 4G একটি ভিন্ন টেকনোলজি।

SG

হচ্ছে next generation। এ টেকনোলজি এখনো পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে (Under development) অর্থাৎ 4G-এর ক্রমোন্নতির চেষ্টা চলছে। অধিকতর দ্রুত ডাটা রেটে উচ্চতর কানেকশন ডেনসিটি, নিম্নতর Latency ইত্যাদি উন্নয়নের চেষ্টা

চলছে। 5G এর জন্য অন্যান্য পরিকল্পনাগুলো হলো ডিভাইস-টু-ডিভাইস কমিউনিকেশন, better battery consumption এবং সামগ্রিক ওয়্যারলেস কাভারেজের উন্নয়ন। 5G এর সর্বোচ্চ স্পিডের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 35.46 Gbps, যা 4G হতে

35 গুণ দ্রুত।