HCI একটি পোলার যৌগ ব্যাখ্যা কর। [

উত্তর: যেসব সমযোজী যৌগে আংশিক মেরুকত্বের সৃষ্টি [NUNM-16]

 

হয় তাদেরকে পোলার যৌগ বলে। HCl এ হাইড্রোজেন ও ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে 2.1ও 3.0। HCI যৌগে H ও Cl এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য (3.0-2.1)=0.91 কোনো যৌগে উপাদান মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5-1.8 এর মধ্যে হলে যৌগটি পোলার হবে। HCI যৌগে উপাদান মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর বেশি হওয়ায় অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু ক্লোরিন কর্তৃক বন্ধন জোড় ইলেক্ট্রন অধিক আকর্ষিত হয়। ফলে হাইড্রোজেন পরমাণু আংশিক তড়িৎ ধনাত্মক এবং ক্লোরিন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ লাভ করে। অর্থাৎ HCI যৌগে দুটি মেরুর সৃষ্টি হয়।

 

এর মধ্যে রয়েছে। 1 = 1.41)। ফলে হাজী বন্ধনে আবদ্ধ ব যৌগ বা ধাতব জেন সমূহের মধ্যে এবং হাইড্রোজেন

 

> HI। নিম্নের যৌগে আয়নিক

 

H:Cl→ H+ + Cl

 

পোলার যৌগ

 

অতএব HCI একটি পোলার যৌগ।