পোলারায়ন বা পোলারাইজেশন কী? ফাজানের নিয়ম বর্ণনা কর।

পোলারায়ন বা পোলারাইজেশন কী? ফাজানের নিয়ম বর্ণনা কর। [What is polarization? Describe Fajan’s rule.] [NUNM-20, 15, 11)

 

উত্তর: তড়িৎযোজী যৌগে দুটি বিপরীত চার্জযুক্ত আয়ন পরস্পরের নিকটে আসলে ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেক্ট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে ফলে সুষম ইলেক্ট্রন মেঘের আংশিক বিকৃতি ঘটে। ইলেক্ট্রন মেঘের এ পরিব্যপ্তকে পোলারায়ন বলে।

 

 

 

ফাজানের নিয়ম:

(i) ক্যাটায়নের আকার যতো ক্ষুদ্র হবে পোলারায়ন ততো বৃদ্ধি পাবে এবং বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য ততো অধিক হবে। যেমন: Li, Be²+

(ii) অ্যানায়ন যতো বৃহদাকার হবে বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য ততো অধিক হবে।

যেমন: Br, I

(iii) ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যতো বেশি হবে বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য ততো অধিক হবে। যেমন: S+

(iv) ক্যাটায়ন ও অ্যানায়নের d ও ƒ অরবিটালে ইলেক্ট্রন থাকলে পোলারায়নের মাত্রা বেশি হবে ফলে বন্ধনের সমযোজী বৈশিষ্ট্যও বৃদ্ধি পাবে। যেমন: Mn 2+