নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া উদাহরণসহ বর্ণনা কর।

নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া উদাহরণসহ বর্ণনা কর।

[Describe with examples nuclear fisson and nuclear fusion

[NUNM-20]

reactions.] উত্তর: নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া: এ ধরণের বিক্রিয়াতে একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দু’টি ছোট হালকা নিউক্লিয়াসে পরিণত হয় যাদের আকার প্রায় সমান এবং এই বিক্রিয়ায় বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এরূপ বিক্রিয়াকে নিউক্লিয়ার ফিশন বা বিভাজন বিক্রিয়া বলে।

U+ 36 Ba+ 36 Kr + 3n+ বিপুল শক্তি

এই বিক্রিয়ায় যে তিনটি নিউট্রন মুক্ত হয় তারা আরো ২টি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে বিভাজিত করে এবং একটি নিউট্রন শোষিত হয়। এভাবে যত নিউট্রন শোষিত হবে তত নিউক্লিয়াসের বিভাজন ঘটবে এবং বিপুল পরিমাণ শক্তি তৈরি হবে।

 

নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া: যে নিউক্লিয় বিক্রিয়ায় 2 টি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসযুক্ত ভিন্ন মৌল তৈরি করে তাকে নিউক্লিয় ফিউশান বা সংযোজন বিক্রিয়া বলে।

H+HHe+on+ বিপুল শক্তি

এই বিক্রিয়ায় বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। সূর্য ও অন্যান্য নক্ষত্র শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় ফিউশান বিক্রিয়া। হাইড্রোজেন বোমার ভিত্তি হচ্ছে এ ধরণের ফিউশান বিক্রিয়া।