মৌলসমূহের পর্যায়বিন্যাস কিরূপে তাদের ইলেক্ট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত, বর্ণনা কর।

মৌলসমূহের পর্যায়বিন্যাস কিরূপে তাদের ইলেক্ট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত, বর্ণনা কর। [Describe how the periodic table of element is related to their electronic configuration.]

 

[NUNM-14, 11]

 

উত্তর: ইলেক্ট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণিকে চার ভাগে ভাগ করা যায়, যথা:

 

( i) s-ব্লক মৌলসমূহ

 

(ii) p-ব্লক মৌলসমূহ

 

(iii) d -ব্লক মৌলসমূহ

 

(i) s-ব্লক মৌলসমূহ: যে সব মৌলের পরমাণুর ইলেক্ট্রন বিন্যাসে শেষ ইলেক্ট্রনটি

 

(iv) f-ব্লক মৌলসমূহ

 

5 -অরবিটালে প্রবেশ করে তাদেরকে -ব্লক মৌল বলে। পর্যায় সারণীতে গ্রুপ 1A এর সাতটি মৌল এবং গ্রুপ IIA এর ছয়টি মৌল এবং শূন্য গ্রুপ বা VIIIA এর He সহ মোট চৌদ্দটি মৌল এ-ব্লক ভুক্ত। এদের যোজনী স্তরের ইলেক্ট্রন বিন্যাস ns’ ও ns²। যেমন

 

H(1)→ 1s

 

He(2)→ 1s²

 

Na(11)→1s² 2s² 2p 3s

 

 

 

 

 

ii) -ব্লক মৌলসমূহ। যেসব মৌলের পরমাণুর ইলেক্ট্রন বিন্যাসে শেষ ইলেক্ট্রন -অরবিটালে প্রবেশ করে তাদেরকে p-ব্লক মৌল বলে। পর্যায় সারণির গ্রুপ IMA হতে VILA এবং VILA বা শূন্য গ্রুপে (Ile-ব্যতীত) মৌলসমূহকে p-ব্লক মৌলের অন্তর্ভুক্ত এদের যোজনী স্তরের ইলেক্ট্রন বিন্যাস

ns np। যেমন-

B(5) 1s 2s 2p

C(6)→ 1s 2s 2p

O(8)→1s² 2s² 2p*

(iii) -বুক মৌলসমূহ: যেসব মৌলের পরমাণুর ইলেক্ট্রন বিন্যাসে শেষ ইলেক্ট্রনটি ঐ-অরবিটালে প্রবেশ করে তাদের d -ব্লক মৌল বলে। পর্যায় সারণিতে। এবং p ব্লক মৌলগুলোর মাঝখানে এদের অবস্থান। এদের যোজনী স্তরের ইলেক্ট্রন বিন্যাস হল (n-1)di- ns’-এ এবং সবগুলো ধাতু। পর্যায় সারণিতে গ্রুপ IB হতে VIIIB-এর মৌলসমূহ এ-ব্লক মৌলের অন্তর্ভুক্ত। d-ব্লক মৌলসমূহকে প্রধান শক্তিস্তরের ওপর ভিত্তি করে 3d, 4d, 5d ও 6d এর চারটি সিরিজে বিভক্ত করা হয়। গ্রুপ IIB ব্যতীত (Zn, Cd, Hg) অবশিষ্ট ঐ ব্লক মৌলসমূহ অবস্থান্তর মৌল। যেমন-

Fe(26)→ 1s 2s 2p 3s 3p 4s² 30

(iv) /-ব্লক মৌলসমূহ: যেসব মৌলের সর্বশেষ ইলেক্ট্রন -অরবিটালে প্রবেশ করে তাদেরকে -ব্লক মৌল বলে। ƒ ব্লক মৌলসমূহকে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌলও বলা হয়। ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড বর্গের (14+14=28) মৌলসমূহ এর অন্তর্ভুক্ত। ল্যান্থানাইড মৌলসমূহকে বিরল মৃত্তিকা ধাতু বলে। এ উভয় সারির মৌলগুলোর সর্বশেষ ৫টি শক্তি স্তরের ইলেক্ট্রনটি কাঠামো একই।