আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়। উদাহরণসহ বর্ণনা কর।

আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়। উদাহরণসহ বর্ণনা কর। [How ionic bond is formed? Explain with Example.]

উত্তর: আয়নিক বন্ধন নিম্নোক্ত তিনটি উপায়ে গঠিত হয়।

বেশ জঢিল।

(১) নিম্ন আয়নীকরণ শক্তি: আয়নিক বন্ধন গঠনকালে প্রথমে একটি পরমাণু ইলেক্ট্রন ত্যাগ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়ন সৃষ্টির বেলায় প্রয়োজনীয় শক্তিকে আয়নীকরণ বলা হয়। যেমন:

NaNa+e, ∆H = +494 kJmol- যে সব পরমাণুর আয়নীকরণ শক্তি কম তাদের পক্ষে ধনাত্মক আয়ন গঠন করা সহজ। তাই ধাতুসমূহ আয়নিক বন্ধন গঠন করতে পারে।

(২) উচ্চ ইলেক্ট্রন আসক্তি: আয়নিক বন্ধনের জন্য ঋণাত্মক আয়ন গঠন কালে পরমাণু এক বা একাধিক ইলেক্ট্রন গ্রহণ করে। পরমাণুতে অতিরিক্ত ইলেক্ট্রন প্রবেশ করলে শক্তি নির্গত হয়। ঋণাত্মক আয়ন গঠন কালে যে শক্তি নির্গত হয়, তাকে মৌলের ইলেক্ট্রন আসক্তি বলা হয়। যেমন:

cl+ecl, ΔΗ=-348 kJmol-1