PCM-এর সুবিধা-অসুবিধাগুলো লেখ।

PCM-এর সুবিধা-অসুবিPCM-এর সুবিধা-অসুবিধাগুলো লেখ।

 

উত্তর PCM-এর সুবিধাসমূহঃ

 

 

  1. PCM সিস্টেম Interference এবং noise কর্তৃক কম আক্রান্ত হয়। এটি অধিক খারাপ Signal-to-noise ratio সহ্য করতে পারে।
  2. প্রেরিত ইনফরমেশনের পুনরুদ্ধার কার্য পৃথক পৃথক পালসগুলোর উচ্চতা, উইডথ অথবা এনার্জি কনটেন্টের উপর
  3. নির্ভর করে না, শুধুমাত্র এদের উপস্থিতি অথবা অনুপস্থিতির উপর নির্ভর করে। সেহেতু অধিক নয়েজ ডিস্টরশনের উপস্থিতিতে পালসগুলো তুলনামূলকভাবে সহজে উদ্ধার করা যায়।

 

অসুবিধাসমূহ:

 

১। PCM-এ অধিক জটিল ইনকোডিং এবং কোয়ান্টাইজিং সার্কিটটির দরকার হয়।

 

২। অ্যানালগ সিস্টেমের তুলনায় PCM এর বড় ব্যান্ডউইডথ-এর প্রয়োজন হয়।ধাগুলো লেখ।