তরল গ্যাস দ্রবণ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ যে দ্রবণে দ্রাবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ তাকে তরল-গ্যাস দ্রবণ বলে। কোকাকোলা, সেভেন আপ, আপার টেন, স্প্রাইট, স্পিড, নদ-নদী, খাল-বিল বা প্রাকৃতিক জলাশয়ের পানি, ফরমালিন বা ফরমালডিহাইড প্রভৃতি তরল-গ্যাস দ্রবণের উদাহরণ।