স্বরতন্ত্রী কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মানুষের স্বরযন্ত্রের ভেতর উল্টো V আকৃতির দুটো পাতলা পর্দা থাকে এদেরকে স্বরতন্ত্রী বলে। মানুষের স্বরতন্ত্রীর কম্পন সংখ্যা যদি সেকেন্ডে ২০ থেকে ২০,০০০ বারের মধ্যে থাকে, তাহলে সেই কম্পনের ফলে সৃষ্ট শব্দ শোনা যায়। এই কম্পনের আওতায় সৃষ্ট শব্দকে শ্রাব্য শব্দ বলে।

শিশু ও মহিলাদের স্বরতন্ত্রী পুরুষের স্বরতন্ত্রী অপেক্ষা অধিকতর সরু ও খাটো। ফলে প্রতি সেকেন্ডে এদের স্বরতন্ত্রীর কম্পন সংখ্যা পুরুষের স্বরতন্ত্রীর কম্পন সংখ্যার চেয়ে অনেক বেশি। তাই এদের কণ্ঠ নিঃসৃত স্বর বেশ তীক্ষ্ণ ও চড়া হয়।