কোন অবস্থায় ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হয়?

 

 

কোন অবস্থায় ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হয়?

উত্তর: যদি লোডে p.f (cose) ল্যাগিং ইউনিটি বা এরূপ মানের লিডিং হয়, যাতে IRcose > IX sine, তাহলে Vr < Vs হওয়ায় লোডে প্রান্তে সরবরাহকৃত নির্দিষ্ট ভোল্টেজ ও কারেন্টের p.f নিম্নমানের জন্য ভোল্টেজ রেগুলেশন পজিটিভলি বৃদ্ধি পায়।