অসামঞ্জস্য বিক্রিয়া

অসামঞ্জস্য বিক্রিয়া

(Disproportionation reactions)

 

যে সকল বিক্রিয়ায় কোন মৌল বা আয়নের একই সাথে জারণ ও বিজারণ ঘটে থাকে তাকে অসামঞ্জস্য বিক্রি বলে। একই সাথে কোন মৌল বা আয়নের জারণ-বিজারণ বিক্রিয়া ঘটানোকে অসামঞ্জস্যতা বলে। অসামঞ্জস্য বিক্রিয়া যখন অম্লীয় মাধ্যমে ঘটে তখন তাকে অম্লীয় অসামঞ্জস্য এবং যখন ক্ষারীয় মাধ্যমে ঘটে ভ

তাকে ক্ষারীয় অসামঞ্জস্য বিক্রিয়া বলে।