অধাতু এবং ধাতু এর সাধারণ ধর্মাবলি???(Non-metal and their general)

অধাতু এবং এর সাধারণ ধর্মাবলি (Non-metal and their general properties)

অধাতুর সরাসরি কোন সংজ্ঞা নেই তবে মোটামুটিভাবে বলা যায় যে পর্যায় সারণিতে ধাতু এবং অপধাতু বাদে যে মৌলগুলো অবশিষ্ট থাকে তাদেরকে অধাতু বলা যায়।

নিম্নোক্ত মৌলগুলোকে সাধারণত অধাতু বলা হয়ে থাকে-

১. গ্রুপ -1 একমাত্র অধাতু হলো হাইড্রোজেন (H)

২. গ্রুপ-14 একমাত্র অধাতু হলো কার্বন (C)

৩. গ্রুপ-15 নাইট্রোজেন (N) এবং ফসফরাস (P)

৪. গ্রুপ-17 F, Cl, Br, I, At

৫. গ্রুপ-18 সব মৌল।