রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

রজশাহী জেলা আম, রাজশাহী সিল্ক শাড়ি, খেজুরের গুড় এবং শংকরের ক্ষীরের চমচম এর জন্য বিখ্যাত।

তাছাড়াও রাজশাহী জেলার কিছু বিখ্যাত স্থান:

  1. পুঠিয়া রাজবাড়ি
  2. নীলকুঠি
  3. গোয়ালন্দ ঘাট
  4. কল্যাণদিঘি
  5. হযরত শাহ মখদুম রুপোষের (রহ.) দরগা
  6. শাহ পাহলোয়ানের মাজার
  7. চাঁদ সওদাগরের ঢিবি
  8. বড়কুঠি (অষ্টাদশ শতাব্দী)
  9. বরেন্দ্র গবেষণা জাদুঘর
  10. বাঘা মসজিদ

রাজশাহী জেলাটি বাংলাদেশের একটি অন্যতম জেলা হিসাবে বিবেচিত এবং এ জেলাটি অনেক ঐতিহ্যবাহী স্থান হিসাবেও পরিচিত। রাজশাহী জেলার মধ্য দিয়ে দেশের প্রধানতম পদ্মা নদীটি প্রবেশ করেছে। এ জেলার মোট আয়তন প্রায় ২৪০৭.০১ বর্গ কিমি বা ৯২৯.৩৫ বর্গমাইল।

রাজশাহী জেলাটির পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত, পূর্বে অবস্থিত নাটোর জেলা, দক্ষিণে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরে নওগাঁ জেলা অবস্থিত।