ব্রাহ্মণবাড়িয়া জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা তালের বড়া, ছানামুখী, রসমালাই এর জন্য বিখ্যাত।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০টি বিখ্যাত স্থান:

  1. লোকনাথ দীঘি
  2. আখাউড়া স্থলবন্দর
  3. শহীদ স্মৃতিসৌধ
  4. আরিফাইল মসজিদ (সরাইল)
  5. তিতাস গ্যাসক্ষেত্র
  6. সৌধ হিরন্ময়
  7. হরিপুরের জমিদার বাড়ি
  8. বাসুদেব মূর্তি
  9. তোফায়েল আজম মনুমেন্ট
  10. কাইতলা জমিদার বাড়ি

ব্রাহ্মণবাড়িয়া জেলাটি ১৯৮৪ সালে আত্মপ্রকাশ করে এবং পূর্বে এটি কুমিল্লা জেলার একটি মহকুমা ছিল। এ জেলাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এ জেলার পশ্চিমে নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা, পূর্বে হবিগঞ্জ ও ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত, দক্ষিণে কুমিল্লা জেলা এবং উত্তরে অবস্থিত কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা।

১৯২৭.১১ বর্গ কিমি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলাটি বিস্তৃত। এ জেলাটি ৯টি উপজেলা ও ৯টি থানা নিয়ে গঠিত।