ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

  1. কোনো বস্তুতে পদার্থের পরিমাণই হচ্ছে ভর।
  2. অবস্থানভেদে বস্তুর ভর পরিবর্তিত হয় না।
  3. ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম (kg)।

ওজন

  1. কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তা হচ্ছে বস্তুটির ওজন।
  2. বিভিন্ন অবস্থানে বস্তুর ওজন বিভিন্ন হতে পারে।
  3. ওজনের আন্তর্জাতিক একক হচ্ছে নিউটন (N)।