বলবিদ্যা কাকে বলে? বলবিদ্যার প্রকারভেদ।

 

 

 

 

 

আমরা আমাদের চারদিকে যে সমস্ত পদার্থ দেখতে পাই, তাদের মধ্যে কোনটি স্থির, আবার কোনটি গতিশীল। পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর স্থিতি ও গতি বিষয়ে আলােচনা করা হয় তাকে বলবিদ্যা বলে। অন্যভাবে, বলা যায়, পদার্থবিজ্ঞানের যে শাখায় পদার্থের উপর বলের ক্রিয়া আলােচিত হয় তাকে বলবিদ্যা বলে। বল সেই ব্যাহিক কারণ যা একটি বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটানাের চেষ্টা করে। বলবিদ্যা মূলত দু’প্রকার। যথা–
১। স্থিতি বিদ্যা (Statics) এবং ২। গতিবিদ্যা (Dynamics)।

স্থিতিবিদ্যা : বলবিদ্যার যে শাখায় স্থিতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলােচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলে।
গতিবিদ্যা : বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলােচনা করা হয় তাকে গতিবিদ্যা বলে। গতিবিদ্যা আবার দু’প্রকার । যথা- সৃতিবিদ্যা এবং চলবিদ্যা

  • সৃতিবিদ্যা : গতিবিদ্যার যে শাখায় শুধুমাত্র গতির প্রকৃতি সম্পর্কে আলােচনা করা হয়; কিন্তু গতির কারণ অনুসন্ধান করা হয় না, তাকে সৃতিবিদ্যা বলে।
  • চলবিদ্যা : গতিবিদ্যার যে শাখায় গতির প্রকৃতি ও গতির কারণ আলােচনা করা হয়। অর্থাৎ বস্তুর গতির উপর প্রযুক্ত বলের প্রভাব আলােচনা করা হয়, তাকে চলবিদ্যা বলে।