সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই আয়োজন। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে রসায়ন ৫ম অধ্যায় (রাসায়নিক বন্ধন) থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
১. নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২. কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, তাকে কী বলে?
ক. সহযোজনী
খ. উভযোজনী
গ. পরিবর্তনশীল যোজনী
ঘ. মিশ্র যোজনী
৩. বোরন নাইট্রাইডের সংকেত কোনটি?
ক. BN খ. BN2
গ. B2N ঘ. B2N2
৪. প্রোপেনের সংকেত কোনটি?
ক. C3H8 খ. C3H5
গ. C5H8 ঘ. C3H3
৫. আয়নিক যৌগের উদাহরণ কোনটি?
ক. MgO খ. Fe
গ. Zn ঘ. O2
৬. কোনটি ন্যাপথলিনের সংকেত?
ক. C10H8 খ. C5H8
গ. C10H5 ঘ. C5H5
৭. নিচের কোনটি খাদ্য লবণ?
ক. C5H8 খ. NaCl
গ. HCl ঘ. NaC
৮. তুঁতের সংকেত কোনটি?
ক. CuSu4 খ. CuSu4.Cl
গ. CuSu4.5H2O ঘ. C6H12O6
৯. নিচের কোনটি গ্লুকোজ?
ক. C6H2O6
খ. C6H12O6
গ. C6Z12O6
ঘ. C6H12N6
১০. কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না?
ক. NaCl খ. CaCl2
গ. HCl ঘ. C6H12O6
১১. ক্যালসিয়াম অক্সাইড (CaO) কী ধরনের যৌগ?
ক. সমযোজী খ. আয়নিক
গ. ধাতব ঘ. পোলার
১২. দুটি সমযোজী অণু খুব নিকটবর্তী হলে একধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে, তাকে কী বলে?
ক. ইলেকট্রন আসক্তি
খ. তড়িৎ ঋণাত্মকতা
গ. রাসায়নিক বন্ধন
ঘ. ভ্যান ডার ওয়ালস বল
১৩. CO এ C এর সুপ্ত যোজনী কত?
ক. 2 খ. 3
গ. 4 ঘ. 6
১৪. কোন মৌলটি বিদ্যুৎ পরিবহন করে না?
ক. গন্ধক খ. তামা
গ. রূপা ঘ. গ্রাফাইট
১৫. কোনটি অপোলার?
ক.H2O খ. HI
গ. C2H5OH ঘ. CH4
১৬. কোনটি যৌগমূলক?
ক. N2O5 খ. P2O3
গ. S2O3 ঘ. Al2O3
১৭. ট্যাংস্টেনের প্রতীক কোনটি?
ক. T খ.W
গ. At ঘ. Ta
১৮. অ্যামোনিয়াম অণুর আকৃতি কেমন?
ক. কৌণিক খ. রৈখিক
গ. চতুস্তলকীয় ঘ. পিরামিডীয়
১৯. কোন যৌগে পোলারিটি বিদ্যমান?
ক. CH3OH খ. CH4
গ. CO ঘ. PCI3
২০. SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত?
ক. 0 খ. 1
গ. 2 ঘ. 3
২১. নিচের কোনটি ইলেকট্রন পরিবাহী?
ক. ক্ষারের দ্রবণ
খ. লবণের দ্রবণ
গ. গ্রাফাইট
ঘ. গলিত দ্রবণ
২২. ব্লু ভিট্রিওলে কত অণু পানি থাকে?
ক. ২ অণু খ. ৫ অণু
গ. ৭ অণু ঘ. ১০ অণু
২৩. ক্লোরিন অণুর ক্ষেত্রে—
i. এটি একটি পোলার যৌগ
ii. সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয়
iii. ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. পোলার যৌগ হলো—
i. HF
ii. NH3
iii. C6H12O6
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. অ্যামোনিয়া অণুতে কয় জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে?
ক. ১ জোড়া খ. ২ জোড়া
গ. ৩ জোড়া ঘ. ৪ জোড়া
২৬. ক্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে?
ক. ১ জোড়া খ. ২ জোড়া
গ. ৪ জোড়া ঘ. ৬ জোড়া
২৭. চিনির সংকেত নিচের কোনটি?
ক. C6H12O6
খ. (C6H10O5)n
গ. C12 H22O11
ঘ. C3H6O2
২৮. কোন অক্সাইডটি অম্লধর্মী?
ক. Na2O খ. K2O
গ. MgO ঘ. NO2
২৯. পানির অণুতে আছে—
i. ঘূর্ণায়মান ইলেকট্রন
ii. মুক্তজোড় ইলেকট্রন
iii. সমযোজী বন্ধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. বন্ধন গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে—
i. KF যৌগে
ii. CaS যৌগে
iii. KCl যৌগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রনসংখ্যা কত?
ক. 2টি খ. 6টি
গ. 8টি ঘ. 10টি
৩২. PCI3 এ P এর সুপ্ত যোজনী কত?
ক. 1 খ. 2
গ. 3 ঘ. 4
৩৩. C এর যোজনী—
i. 2 ii. 3 iii. 4
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. Cl2O7 যৌগে Cl এর জারণসংখ্যা কত?
ক. 2 খ. 7
গ. 6 ঘ. 4
৩৫. থায়োসালফেট মূলকের সঠিক সংকেত কোনটি?
ক. SO2-3 খ. SO42-
গ. SO22- ঘ. S2O32-
৩৬. NaCl এর সংকেত কী প্রকাশ করে?
ক. যৌগে Na ও Cl এর ধারণা
খ. যৌগে Na ও Cl এর অনুপাত
গ. যৌগের অণুতে Na ও Cl এর অনুপাত
ঘ. যৌগে Na ও Cl এর ধর্ম
৩৭. ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে কী বলে?
ক. ক্যাটায়ন খ. অ্যানায়ন
গ. উভধর্মী ঘ. নিরপেক্ষ
৩৮. ক্লোরিন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে—
i. ইলেকট্রন শেয়ার করে
ii. ইলেকট্রন গ্রহণ করে
iii. ইলেকট্রন ত্যাগ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. ধাতুসমূহ অষ্টক পূর্ণ করে—
i. ইলেকট্রন গ্রহণ করে
ii. ইলেকট্রন ত্যাগ করে
iii. আয়নিক যৌগ গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. মিথেন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কতটি?
ক. 0 খ. 1
গ. 2 ঘ. 4
৪১. মৌলসমূহের ক্ষেত্রে—
i. B এর সঙ্গে সমযোজী যৌগ গঠন করে
ii. C দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে
iii. C এর সঙ্গে অ্যাসিড গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. পানির অণুর আকৃতি কী রূপ?
ক. রৈখিক খ. কৌণিক
গ. চতুস্তলকীয় ঘ. পিরামিডীয়
৪৩. CH4 যৌগটির বন্ধনের ক্ষেত্রে—
i. একটি ধাতু ও একটি অধাতু পরমাণুর মধ্যে বন্ধন গঠিত হয়
ii. দুটি অধাতব পরমাণুর মধ্যে বন্ধন গঠিত হয়
iii. সমযোজী বন্ধন বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. জৈব দ্রাবকে দ্রবণীয় কোনটি?
ক. Na খ. MgCI2
গ. CCI4 ঘ. He
৪৫. খাবারে ব্যবহৃত ‘বেস্ট সল্ট’ লবণের স্ফুটনাঙ্ক কত?
ক. 801°C খ. 900-950°C
গ. 1000°C ঘ. 1465°C
৪৬. সমযোজী যৌগকে বাষ্পে পরিণত করার সময় কোন বন্ধন ছিন্ন হয়?
ক. ডাইপোল বন্ধন
খ. ভ্যান ডার ওয়ালস বন্ধন
গ. সমযোজী পাই বন্ধন
ঘ. সমযোজী সিগমা বন্ধন
নিচের চিত্র দেখে ৪৭–৪৯ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও
৪৭. চিত্র–I এর যোজনী ইলেকট্রন কতটি?
ক. 2 খ. 3
গ. 5 ঘ. 8
৪৮. চিত্র–I এর মৌল কোন ধরনের বন্ধন গঠন করে?
ক. আয়নিক খ. সমযোজী
গ. ধাতব ঘ. আয়নিক সমযোজী
৪৯. চিত্র–II এর পরমাণুতে—
i. ইলেকট্রন সংখ্যা 20
ii. প্রোটন সংখ্যা 19
iii. নিউট্রন সংখ্যা 20
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. কোন যৌগটি পোলার ধরনের?
ক. পেট্রল খ. বেনজিন
গ. অ্যালকোহল ঘ. ইথার
উত্তর :-
১.ঘ; ২.গ; ৩.ক; ৪.ক; ৫.ক; ৬.ক; ৭.খ; ৮.গ; ৯.খ; ১০.ঘ; ১১.খ; ১২.ঘ; ১৩.ক; ১৪.ক; ১৫.ঘ; ১৬.গ; ১৭.খ; ১৮.ঘ; ১৯.ক; ২০.ক; ২১.গ; ২২.খ; ২৩.খ; ২৪.ঘ; ২৫.ক; ২৬.ঘ; ২৭.ঘ; ২৮.ঘ; ২৯.খ; ৩০.খ; ৩১.খ; ৩২.খ; ৩৩.খ; ৩৪.খ; ৩৫.ঘ; ৩৬.গ; ৩৭.খ; ৩৮.ক; ৩৯.গ; ৪০.ক; ৪১.ক; ৪২খ; ৪৩.গ; ৪৪.গ; ৪৫.ঘ; ৪৬.খ; ৪৭.গ; ৪৮.খ; ৪৯.গ; ৫০.গ;