উত্তর : সব শর্করাই কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটি মৌলিক উপাদানের সমন্বেয় গঠিত।
Category: GENERAL KNOWLEDGE
রন্টজেন কত সালে প্রথম নোবেল পুরষ্কার লাভ করেন?
উত্তর : ১৯০১ সালে।
এক্সরে এর একক কী?
উত্তর: রনজেন।
পেট্রোলের অপর নাম কি?
পেট্রোল এর অপর নাম হলো গ্যাসোলিন।
কপার ধাতুর অপর নাম কি?
উত্তর : তামা।
টলেন বিকারক এর সংকেত কি?
উত্তরঃ টলেন বিকারক এর সংকেত হল [Ag(NH3)2]NO3।
সার্থক অঙ্ক কয়টি ও কি কি?
সার্থক অঙ্ক ৯টি। যথা- ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ও ৯।
একটি মাত্র বাহু থাকলে কোনটি আঁকা যায়?
উত্তরঃ বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকা যায়।
ঋণাত্মক সংখ্যা কাকে বলে?
উত্তরঃ শূন্য অপেক্ষা ছোটো সংখ্যাগুলিকে ঋণাত্মক সংখ্যা বলে। যেমন -১, -২, -৩ ইত্যাদি।
বিজোড় সংখ্যা কাকে বলে?
উত্তরঃ যে সব স্বাভাবিক সংখ্যাকে ২ দ্বারা ভাগ করা যায় না তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন ১, ৩, ৫ ইত্যাদি।