সাফাতী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর: শাহ ইসমাইল পারস্যের সাফাভী বংশের প্রকৃত প্রতিষ্ঠা।
Category: পড়াশোনা
শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন?
শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন? উত্তর: শাহ ইসমাইল তাব্রিজে রাজধানী স্থাপন করেন।
কামাল উদ্দিন বিহজাদ কে?
কামাল উদ্দিন বিহজাদ কে? উত্তর: পারস্য চিত্রকলার একজন শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন।
কে পারস্যের সিংহ নামে পরিচিত ছিলেন?
কে পারস্যের সিংহ নামে পরিচিত ছিলেন? উত্তর: আলী কুলি খান ‘পারস্যের সিংহ’ বলে পরিচিত ছিলেন।
কোন সাফাভী শাসক মুঘল সম্রাট হুমায়ুনকে তাঁর দরবারে আশ্রয় দিয়েছিলেন?
কোন সাফাভী শাসক মুঘল সম্রাট হুমায়ুনকে তাঁর দরবারে আশ্রয় দিয়েছিলেন? উত্তর: মুঘল সম্রাট হুমায়ন শাহ তাহমাসপের দরবারে আশ্রয় গ্রহণ করেন।
সাফাভীদের দ্বিতীয় শাসক কে ছিলেন?
সাফাভীদের দ্বিতীয় শাসক কে ছিলেন? উত্তর: সাফাভীদের দ্বিতীয় শাসক ছিলেন শাহ তাহমাসপ।
সাফাতীদের ধর্মীয় বিশ্বাস কি ছিল?
সাফাতীদের ধর্মীয় বিশ্বাস কি ছিল? উত্তর: সাফাভীগণ ইসলাম ধর্মের শিয়া মতাবলম্বী ছিলেন।
কে পারস্যের সাফাভী বংশ প্রতিষ্ঠা করেন?
কে পারস্যের সাফাভী বংশ প্রতিষ্ঠা করেন? উত্তর: শাহ ইসমাইল পারস্যের সাফাতী বংশ প্রতিষ্ঠা করেন।
কোন মুসলিম শিল্পী ‘প্রাচ্যের রাফায়েল’ নামে পরিচিত?
কোন মুসলিম শিল্পী ‘প্রাচ্যের রাফায়েল’ নামে পরিচিত? উত্তর: কামাল উদ্দিন বিহজাদকে প্রতীচ্যের ব্যাফায়েল বলে আখ্যায়িত করা হয়।
কার কার মধ্যে আঙ্গোরার যুদ্ধ সংঘটিত হয়?
কার কার মধ্যে আঙ্গোরার যুদ্ধ সংঘটিত হয়? উত্তর। তৈমুর লঙ্গ ও প্রথম বায়োজিদের মধ্যে আঙ্গোরার যুদ্ধ সংঘটিত হয়।