
রা’ষ্ট্রের সম্মা’নিত ২৫ নাগরি’ককে করো’নার ভ্যা’কসিন দিয়ে শু’রু হবে টিকা’দান কর্ম’সূচি। বুধ’বার সকালে প্রধান’মন্ত্রীর কার্যা’লয়ে সং’বাদ সম্মে’লনে স্বা’স্থ্য সচিব আবদুল মান্নান জানান, সবকিছু ঠিক থাকলে ২৬ বা ২৭ জানুয়ারি টি’কা দেয়া শু’রু হবে।





বৃহস্পতিবার সকাল ১১টায় ৩৫ ডোজ লাখ টিকা আসছে ভারত থেকে। এর মধ্যে ২০ লাখ ডোজ ভারতের উপ’হার, বাকি ১৫ লাখ আসবে চু’ক্তির আ’ওতায়।





স্বা’স্থ্য সচি’ব জানান, টিকা’দান কর্মসূ’চি উদ্বো’ধন হবে ২৬ বা ২৭ জানু’য়ারি। রাজ’ধানীর কুর্মি’টোলা হাস’পাতালে হবে এর উ’দ্বো’ধন। প্র’থম দিন রা’ষ্ট্রের সম্মা’নিত ২৫ নাগ’রিক পাবেন ভ্যা’কসি’ন। প’রদি’ন রাজধা’নীর ঢাকা মেডি’কেল কলে’জ হাস’পাতাল, মুগ’দা মেডি’কেল কলে’জ হাস’পাতাল ও কুয়ে’ত মৈ’ত্রী হাসপাতালে পরীক্ষা’মূলক কার্য’ক্রম চালানো হবে।





এ সময় চার থেকে ৫০০ মানুষকে ভ্যাক’সিন দেয়া হবে। এরপর অপে’ক্ষা করা হবে ৭ দিন। আগামী ৮ ফে’ব্রু’য়ারি থেকে ঢা’কার বাইরে ক’রো’নার টি’কা দেয়া শু’রু হবে। প্রথ’ম মাসে ৬০ লাখ ভ্যা’ক’সিন দেয়া হবে বলেও জানান স্বা’স্থ্য সচিব আবদুল মান্না’ন।





বৃহস্প’তিবার দুপুর দেড়’টায় এয়ার ইন্ডি’য়ার একটি ফ্লা’ইটে ভা’রত থেকে উপ’হার হিসাবে পাঠা’নো ২০ লাখ টি’কার ডো’জ ঢাকায় পৌঁ’ছবে। বেক্সি’মকো ফার্মা’সিউটিক্যা’লসের বরাত দিয়ে সচিব মো. আবদুল মান্না’ন জানান, তারা জানিয়েছে যে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশের ক্র’য় করা টিকা’র ৫০ লাখ ডোজ ঢাকায় আসবে। এসব টিকা তেজগাঁয়ের ইপিআই সংরক্ষণাগারে রাখা হবে।





আর, বুধবার পররা’ষ্ট্রমন্ত্রী এ কে আ’ব্দুল মোমেন জানান, ভার’তের উপহার ২০ লাখ ডোজ টি’কার বাইরে চুক্তি’র আওতায় প্র’থম চালান হিসেবে ১৫ লাখ টিকা দেশে আসবে বৃহস্প’তিবারই।সূত্র:independent24.com