
তৌসিফের বিষয় নিয়ে সাড়াদেশ তো’লপাড়-ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব তার নাটকের অভিনেত্রী বানাবেন-এমন প্র’লোভনে বিভিন্ন সময়ে এক ত’রুণীর কাছ থেকে ৫ লাখ টাকা নি’য়েছেন বলে থানায় অ’ভিযোগ করা হয়েছে। শনিবার সকালে শামসুন্নাহার কনা নামের এই





ত’রুণী রাজধানীর হা’তিরঝিল থা’নায় এমন অ’ভিযোগে একটি জি’ডি ক’রেন। জি’ডিতে উল্লেখ করা হয়, অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ফেসবুকে ১৮ মাস পূর্বে পরিচয় হয় শামসুন্নাহার কনার। পরিচিত হওয়ার পর তিনি গত ছয় মাস পূর্বে ০১৬**৯৭৮৯০৯ এই নাম্বারে বিশ হাজার টাকা নেন ত’রুণীর কাছ থেকে।





এরপর তৌসিফ তৃতীয় পক্ষ শাহরিয়া হোসেনের মাধ্যমে সোনালী ব্যাংক, সাহাপুর শাখা, চাটখিল, নোয়াখালী অ্যাকাউন্ট নং ৩৪১০০৪৪১ হিসাবের মাধ্যমে বিভিন্ন সময়ে আরো তিন লাখ বিশ হাজার টাকা নেন। টাকা নেয়ার পর তৌসিফ ত’রুণীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। তার ব্য’বহৃত সবগুলো নাম্বার বন্ধ করে দেন।





এই বিষয়ে শামসুন্নাহার কনা এ প্রতিবেদককে বলেন, অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে প্রায় দুই বছর আগে ফে’সবুকে আমার পরিচয় হয়। এরপর তিনি আমাকে ম’ডেল বানাবেন বলে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেন। এই ত’রুণীর দাবি, অভিনেতা তৌসিফের





রিয়েল আইডি দিয়েই তাদের পরিচয়। তারা দুজনে ভিডিও কলে কথা বলেছেন। প্রথম দিকে রিয়েল আইডি দিয়ে কথা হলেও পরে তৌসিফ ফেইক আইডি দিয়ে আমার সাথে কথা বলতো। সে সবসময় বলতো ওই আইডি দিয়ে কথা বললে তার সমস্যা হবে। আর আমাকে অভিনয় করাবে বলে





বিভিন্ন সময়ে অনেক টাকা নিয়েছে। আমি অনেকবার দেখা করতে বললেও তিনি আমার সাথে দেখা করতেন না। পরে আমি আমার টাকা ফেরত চাইলে তিনি আমাকে ব্ল্যা’কমেইল ক’রার চেষ্টা করেন। আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেন। এ বিষয়ে কথা বলতে হাতিরঝিল থানায়





যোগাযোগ করা হলে থা’নাটির ওসি সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, সাধারণ ডা’য়েরি করা হয়েছে। তবে জি’ডির কপি এখনও আমার কাছে আসেনি। আসলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন,





আমার আইডি ভেরিফায়েড করা। কেউ যদি ভুল জায়গায় গিয়ে প্র’তারণার শি’কার হয় সেটা তো আমার দেখার বিষয় নয়। আর এখন এটাও শুনতে হচ্ছে যে, আমি মডেল বানানোর নামে ৫ লাখ টাকা নিয়েছি! আরও কত কী যে শুনতে হবে! আমি সা’ইবার ক্রা’ইমের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলবো দ্রুতই।





এই অভিনেতা আরও বলেন, ফে’ইক আ’ইডির কারণে এরকম শুধু আমি না, অনেক তারকাই বিভিন্ন সময়ে বি’ভ্রান্তিতে পরেছেন। এখন কেউ যদি আমার নাম করে ফেইক আইডির মাধ্যমে প্র’তারণা করা সেই দা’য়ভার কি আমি নেবো? কিন্তু আমার মনে হয় কারও সঙ্গে কথা বলার আগে ভালো করে যাচাই করে নেয়া উচিত। ppbd