
বিএনপি কর্মীর-হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নি’র্বাচনের ভো’টগ্রহণ ছিল শনিবার। এর আগে শুক্রবার ম’ধ্যরাতে উ’ত্তপ্ত হয়ে ওঠে শহর। রাত সাড়ে ১২টায় ৪নং ওয়ার্ডের গয়াহরি এ’লাকায় আওয়ামী লীগ ও বিএনপির ক’র্মীদের ম’ধ্যে সং”ঘ’র্ষ বা’ধে। এতে আওয়ামী লীগের মেয়র





প্রার্থীসহ ক’য়েকজন আ’হত হন। ধা’রালো অ’স্ত্রের আ’ঘাতে শ’ফিক মিয়া চৌধুরী (৩২) নামের এক বি’এনপিকর্মীর না’ড়িভুঁড়ি বে’র হয়ে যায়। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চি’কিৎসাধীন। চি’কিৎসকরা জা’নিয়েছেন, তার অ’বস্থা আ’শঙ্কামু’ক্ত ন’য়।





সূত্র জানায়, শফিক চৌধুরী চরগাঁও গ্রামের মন্নাফ মিয়া চৌধুরীর ছেলে। আ’হতদের মধ্যে আরও রয়েছেন ওই গ্রামের আরশ মিয়ার ছেলে মিজান মিয়া (২৬), সুজাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে জাহিদ আহমেদ রুবেল (২৬) এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী।
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরী বলেন, আমি গয়াহরি সেন্টারে এজেন্ট ফ’রম বু’ঝিয়ে দিতে যাই। ওই সময় গ্রামের রবিন্দ্র দাশ তার বাড়িতে সং’ক্রান্তির পিঠা খেতে আ’মন্ত্রণ জানান। পিঠা খেয়ে সেই বাড়ি থেকে বের হতেই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের ভাই শাহেল চৌধুরী আমার গ’তিরোধ করে।





এরপর আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রাহেল সাহেব আসেন এবং আমাকে অ’কথ্য ভা’ষায় গা’লিগা’লাজ ক’রেন। এ নিয়ে তার সঙ্গে আমার কথা কা’টাকাটি হয়। এ’কপর্যায়ে আমার দিকে তে’ড়ে আ’সেন রাহেল। আ’মাকে ধা’রালো অ’স্ত্র দি’য়ে আ’ঘাত ক’রতে চা’ইলে আমার চা’চাতো ভাই শফিক এ’গিয়ে আ’সেন। এ স’ময় ওই অ’স্ত্রের আ’ঘাতে তা’র পে’ট চি’রে না’ড়িভুঁ’ড়ি বে’র হ’য়ে আ’সে।





বি’পরীতে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী অ’ভিযোগ করেন, ছা’বির আহমদ চৌধুরী ও বিএনপির নে’তাকর্মীরা গ’য়াহরি গ্রা’মে কালো টাকা বি’লি ক’রছেন ব’লে খ’বর আসে। এ ঘ’টনা আমি প্র’শাসনকে জা’নাই। গ্রামবাসী হা’তেনা’তে ক’য়েকজনকে আ’টকও





করে। পরে আ’মি ঘ’টনাস্থলে পৌঁ’ছে গ্রামবাসী ও নে’তাকর্মীদের আ’ইনের প্রতি শ্র’দ্ধাশীল থা’কার অ’নুরোধ ক’রি। ফেরার পথে গ’য়াহরি গ্রামের ভে’তরেই চ’রগাঁও গ্রা’মের কয়েকশ লোক আমার গা’ড়িতে হা’মলা চা’লায়, ভা’ঙচু’র ক’রে। এ স’ময় আমি ও আমার ক’য়েকজন ক’র্মী আ’হত হয়। নবীগঞ্জ থা’নার ভারপ্রাপ্ত ক’র্মকর্তা আজিজুর রহমান বলেন, দুপক্ষের সং’ঘর্ষের খব’র পে’য়ে আ’মরা ঘট’নাস্থলে যাই এবং ৪ জ’নকে আ’টক করি। এর মধ্যে র’য়েছেন ন’বীগঞ্জ পৌর বিএনপির সি’নিয়র যুগ্ম আ’হ্বায়ক আব্দুল আলীম ইয়াছিনী। jugantor