ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের নেতৃবৃন্দের নাম উল্লেখ কর।

ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের নেতৃবৃন্দের নাম উল্লেখ কর।

 

ভূমিকা: ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব দেন নিম্নলিখিত ব্যক্তিগণ। যথা: ফকির মজনু শাহ, মুসা শাহ চেরাগ আলী শাহ, সোবাহান শাহ, করিম শাহ, মাদারবক্স, টিপু শাহ এবং নুরুল উদ্দিন প্রমুখ।

 

ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের নেতৃবৃন্দ: সন্ন্যাসীদের নেতৃত্ব দেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, কৃপা নাথ, রামানন্দ গোসাই, পিতাম্বর অনুপ নারায়ণ ও শ্রীনিবাস। এদের মধ্যে বিখ্যাত ছিলেন ফকির মজনু শাহ, ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র তার বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানীতে ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর কথা উল্লেখ করেছেন। দেবী চৌধুরানী ও ভবানী পাঠক ডাকাতি করতেন। তবে এ অর্থ তারা জনগণকে বিলিয়ে দিতেন। এরা নৌকায় অবস্থান করতেন ও ঘুরে বেড়াতেন। ভবানী পাঠক লেফটেন্যান্ট ব্রেন্যান্ট এর সঙ্গে এক খণ্ড যুদ্ধে নিহত হন এবং দেবী চৌধুরানীও ধরা পড়েন।

 

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ফকির ও সন্ন্যাসীরা যৌথভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কিন্তু পরে তাদের মধ্যে বিভেদ দেখা দেয়। উভয়ের মধ্যে অন্তর্দ্বন্দের তাদের দুর্বল করে দেয় এবং শেষ পর্যন্ত ১৮০০ সালে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের অবসান ঘটে।