আইয়ুব খানের ক্ষমতা দখল

আইয়ুব খানের ক্ষমতা দখল

 

 

১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইসকান্দার মীর্জা সামরিক আইন জারি করেন। তার ২০ দিনের মাথায় ১৯৫৮ সালের ২৭ অক্টোবর প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট জেনারেল ইসকান্দার মীর্জাকে অপসারণ করে দেশত্যাগে বাধ্য করে এবং নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করেন, উল্লেখ্য, ২৭ তারিখেই প্রেসিডেন্ট ইসকান্দার মীর্জা আইয়ুব খানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগদানের ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তানে আইয়ুব খানের ক্ষমতা দখলকে দ্বিতীয় অক্টোবর বিপ্লব হিসেবে প্রচার করা হয়। প্রথম অক্টোবর বিপ্লব ছিল ৭ অক্টোবর।’ আইয়ুব খান ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন। তা হলো:

 

১. রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা।

 

২. দুর্নীতি ও চোরাচালানী দূর করার অঙ্গীকার।

 

৩. সকল প্রকার গণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ।

 

৪. নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা।

 

৫. পূর্বঘোষিত ১৯৫৯ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত করা।