পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান ব্যাখ্যা কর।

পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান ব্যাখ্যা কর।

 

ভূমিকা: ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় স্থাপিত হয়। কার্ড ওয়েলেসলির আশা ছিল যে, এ কলেজটি প্রাচ্যদেশের অক্সফোর্ডে পরিণত হবে (Oxford of the East)। নিম্নে * পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান তুলে ধরা হলো:

 

পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান : ১৮০০ সালে লর্ড ওয়েলেসলির উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজে ইংরেজি সাহিত্য, ইউরোপের ইতিহাস, ভূগোল, ভারতীয় ভাষা, বিজ্ঞান, ভারতীয় আইন ইত্যাদি বিষয়ে পড়ানো হতো। কিন্তু এ কলেজ সকলের জন্য খোলা ছিল না। যেসব ইংরেজ সিভিলিয়ান ভারতে চাকরি করতে আসতো ফোর্ট উইলিয়াম কলেজে ভর্তি করিয়ে লর্ড ওয়েলেসলি তাদের উচ্চশিক্ষা, ভারতীয় ভাষা, আইন ইত্যাদিতে জ্ঞান দিয়ে যোগ্য প্রশাসক হিসেবে গড়ে তুলতেন। এ কলেজের অধ্যাপকদের প্রেরণায় বাংলা সাহিত্যের উন্নতি হয়। উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ রচনা করেন। কেরি সাহেবের মুন্সি রামরাম বসু প্রতাপাদিত্য চরিত্র রচনা করেন। মৃত্যুঞ্জয় বিদ্যালংকার ইতিহাস গ্রন্থ ‘রাজাবলি’ রচনা করেন।

 

উপসংহার: পরিশেষে বলা যায় যে, কলেজটি শেষ পর্যন্ত বিলাতের কর্তৃপক্ষের ইচ্ছায় উঠে যায়, বিলাতে হেইলেরেবী কলেজে ভারতে নিযুক্ত সিভিলিয়ানদের পড়ার ব্যবস্থা হয়।