ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভের কারণগুলো লেখ।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভের কারণগুলো লেখ।

ভূমিকা : ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধ ভারতীয় উপমহাদেশের একটি স্মরণীয় ও কলঙ্কজনক অধ্যায়। কারণ এ যুদ্ধের মাধ্যমেই বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। শুরু হয় ইংরেজ বেনিয়াদের আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের দুঃশাসন।

 

ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভের কারণ: নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো:

 

১. মীরজাফরের বিশ্বাসঘাতকতা: পলাশীর যুদ্ধে নাবব সিরাজউদ্দৌলার পরাজয়ের জন্য সিপাহসালার মীরজাফরের বিশ্বাসঘাতকতাই দায়ী ছিল। এটি ছিল তাঁর পরাজয়ের অন্যতম একটি কারণ।

 

২. রাজনৈতিক: অদূরদর্শিতা নবাব সিরাজউদ্দৌলা রাজনৈতিকভাবে অত্যন্ত অদূরদর্শি ছিলেন। এটি তাঁর পতনের বিশেষ কারণ।

 

৩. ষড়যন্ত্রের পরিবেশ: নবাবের পতনের জন্য ষড়যন্ত্রের পরিবেশ বিশেষভাবে দায়ী ছিল। কারণ তাঁর চারিপাশের আত্মীয়স্বজনরাই ষড়যন্ত্রে মেতে উঠেছিল।

 

৪. নবায়ের সিদ্ধান্তহীনতা: সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত নেন। এটি তিনি বুঝতে পেরেও তা বন্ধ করেন নি।

 

উপসংহার: পরিশেষে বলা যায় যে, নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। বাংলার মানুষ হারায় তাদের স্বাধীনতার সূর্য।