ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর।

ভূমিকা: ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে একটি কালো অধ্যায়ের সূচনা করে। এ কর্তৃত্ব অর্জনের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত বাংলার শাসনের কর্তৃত্বের মূল ক্ষমতা অর্জন করে। এ দেওয়ানি লাভের মধ্য দিয়েই পর্যায়ক্রমে সমগ্র ভারতবর্ষে কোম্পানি ইংরেজ প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

 

ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভ বাংলা তথা ভারতবর্ষে ইংরেজ প্রভুত্ব স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেওয়ানি লাভের ক্ষমতা অর্জনের মাধ্যমে কোম্পানি বাংলার রাজস্ব আয় দিয়ে নিজেদেরকে চরমভাবে সমৃদ্ধিশালী করে তোলে। বস্তুত রাজস্ব শাসনের মধ্য দিয়েই কোম্পানি এদেশের রাজনৈতিক শক্তিতে আবির্ভূত হয়। পক্ষান্তরে, দিলির সম্রাট ও বাংলার নবাব প্রকৃত অর্থে কোম্পানির পেনশনভুক্ত কর্মচারীতে পরিণত হয়। কোম্পানির দেওয়ানি লাভের ফলে এবং তাদের শোষণ নির্যাতনের ফলে বাংলার জনগণ অর্থনৈতিক দিক থেকে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হয় এবং এরই ধারাবাহিকতায় ১৭৭০ সালের মহাদুর্ভিক্ষ দেখা দেয়। বস্তুত কোম্পানির দেওয়ানি লাভের মধ্য দিয়েই সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম হয়।

 

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের মধ্য দিয়েই বাংলা তথা ভারতবর্ষে ইংরেজ প্রভুত্ব প্রতিষ্ঠার মূল প্রক্রিয়া শুরু হয়। এরপর অতি অল্পকালের মধ্যে ভারতবর্ষে বিশাল ব্রিটিশ সাম্রাজ্য গড়ে উঠে।