বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের কারণ কী ছিল?
ভূমিকা: প্রচুর ধনদৌলজে শক্তিকে উচ্ছেদ করার জন্য মীর কাসিমের ব্যর্থতা শুধু দৈবক্রমেই ঘটে নি এটা ছিল নান্যবিধ ঘটনার পরিণতি এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।”
মীর কাসিমের পরাজয়ের কারণ: নিম্নে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের কারণ সম্পর্কে আলোচনা করা হলো:
১. মীর কাসিমের অধীনে তার্কিখান ছাড়া সমস্ত সেনাপতিই ছিল নিষ্কর্মা ও অদক্ষ। তাছাড়া তারা পারস্পরিক কলহেও লিপ্ত ছিল।
২. অর্থনৈতিক দুর্বলতা তাকে পরাজয়ের দ্বারপ্রান্তে পৌছে নিয়ে যায়।
৩. নিজেতো দক্ষ সৈনিক ছিলেনই না বরং তাঁর সুনিয়ন্ত্রিত কোন সেনাবাহিনীও ছিল না।
৪. ইংরেজদের সুশিক্ষিত ও সুশৃঙ্খল সেনাবাহিনীর নিকট মীর কাসিমের বাহিনী ছিল অত্যন্ত দুর্বল।
৫. কাসিম কঠোর, নির্ভীক দৃঢ়চেতনার পরিবর্তে দুর্বল চিত্তের মানুষ ছিলেন। কাটোয়ার পরাজয়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
৬. ইংরেজদের উৎকোচ প্রদানের কারণে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্বাসঘাতকদের আনাগোন! ছিল। রাজকর্মচারী ও জমিদারদের সহায়তা ছাড়া তাঁর পরাজয় নিশ্চিত ছিল। এসব
উপসংহার: পরিশেষে বলা যায় যে, বক্সারের যুদ্ধ ব্রিটিশ ভারতীয় ইতিহাসে অত্যধিক তাৎপর্যপূর্ণ। এ যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের মধ্য দিয়ে বাংলা তথা ভারতবর্ষের উপর ইংরেজ আধিপত্য চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়।.