দ্বৈতশাসনের ফলাফল কী ছিল?

দ্বৈতশাসনের ফলাফল কী ছিল?

ভূমিকা: সুপ্রাচীন কাল থেকেই বাংলা ধনসম্পদের আধার ছিল। এ সম্পদের টানে বহু বিদেশিদের আনাগোনা এদেশে চলেছে। এ ধারায় ইংরেজরা এদেশে প্রবেশ করেছিল এবং বেশ আলোড়ন সৃষ্টি করেই ক্ষান্ত হয়েছিল। এ কারণে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে শুরু হয়েছিল নতুন একটি অধ্যায়ের।

 

* দ্বৈতশাসনের ফলাফল: নিম্নে দ্বৈত শাসনব্যবস্থার ফলাফল সম্পর্কে আলোচনা করা হলো :

১. সর্বাঙ্গীণ অবনতি ঘটেছিল তাতে সন্দেহের অবকাশ নেই। বাংলার অর্থনীতিসহ সবক্ষেত্রেই এ অবনতি পরিলক্ষিত হয়েছিল।

 

২. রায়তদের দুর্দশা : দ্বৈতশাসনের ফলে রায়তদের দুর্দশা চরমে পৌঁছেছিল। তাদের অনেক চাপের মুখে পড়তে হয়। ৩. তাঁতিদের দুরবস্থা : দ্বৈতশাসনের ফলে তাঁতিদের অত্যন্ত দুরবস্থা দেখা দেয়। তাদেরকে বলপূর্বক আগাম মূল্য দিতে বাধ্য করা হতো। এতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।

 

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থা ছিল একটি অভিনব কৌশল। এতে কোম্পানির দুর্নীতির মাত্রা আরো বেড়ে যায়।