মীর কাসিম কে ছিলেন?
ভূমিকা: বাংলার নবাবদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন মীর কাসিম। ১৭৬০ খ্রিস্টাব্দে মীরজাফরের পদচ্যুতির পর ইংরেজদের সঙ্গে সন্ধিশর্তে আবদ্ধ হয়ে তিনি বাংলার মসনদে আরোহণ করেন। নিম্নে তার পরিচিতি উলেখ করা হলো:
মীর কাসিমের পরিচিতি: মীরজাফরের পদচ্যুতির পর ১৭৬০ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর মীর কাসিম বাংলার মসনদে বসেন। মীর কাসিম ছিলেন মীরজাফরের জামাতা। কিন্তু তিনি শ্বশুরের ন্যায় অযোগ্য ও অপদার্থ ছিলেন না। মীর কাসিম ছিলেন একজন ব্যক্তিত্বসম্পন্ন, দূরদর্শী রাজনীতিবিদ এবং একনিষ্ঠ দেশপ্রেমিক। সিংহাসনে আরোহণ করেই তিনি চুলি মোতাবেক ইংরেজদের দেনাপাওনা পরিশোধ করে তাদের নাগপাশ থেকে শাসনব্যবস্থাকে মুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেন।
মীর কাসিমের কার্যকলাপ:
মীর কাসিম কোম্পানিকে মেদিনীপুর, বর্ধমান ও চট্টগ্রামের রাজস্ব আদায়ের ক্ষমতা প্রদান করেন।
✓ কোম্পানির সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহের জন্য দশ লক্ষ টাকা প্রদান করেন। ৩. তিনি ভ্যান্সিটার্ট এবং তাঁর সহযোগীদের পুরস্কার স্বরূপ দুই লক্ষ পাউন্ড এবং কর্ণাটক যুদ্ধের ব্যয়ভার নির্বানোর জন্য অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা প্রদান করেন। এভাবে তিনি কোম্পানির সকল প্রাপ্য ঢুকিয়ে দিয়ে ঋণমুক্ত হন।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, মীর কাসিম মীরজাফরের ন্যায় ইংরেজদের হাতে ক্রীড়নক হয়ে পাতায় প্রস্তুত ছিলেন না।