১৯৩৫ সালের ভারত শাসন আইন

১৯৩৫ সালের ভারত শাসন আইন

১৯৩২ সালে ব্রিটেনে প্রথমবারের মতো শ্রমিকদলের নেতা রামজে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে সরকার গঠিত হয়। শ্রমিক দল ভারতের আত্মনিয়ন্ত্রণাধিকারে বিশ্বাসী ছিল বিধায় তারা ১৯৩২ সালে ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন। এর মাধ্যমে ভারতের মুসলমানদের জন্য পৃথক নির্বাচনাধিকারের এবং বিধান পরিষদগুলোতে সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৩৫ সালে ‘ভারত শাসন আইন’ প্রণয়ন করা হয়। এ আইনের মাধ্যমে প্রথমবারের মতো সীমিত আকারে হলেও ভারতীয় প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়। কিন্তু এ আইনের দ্বারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে আইনসভার সদস্যপদ বণ্টনের যে ব্যবস্থা করা হয়, তা কংগ্রেস পছন্দ করে নি। অপরদিকে, কেন্দ্রীয় আইনসভায় মুসলমানগণ চিরতরে সংখ্যালঘু হয়ে পড়বে এবং কেন্দ্রে হিন্দু প্রাধান্য প্রতিষ্ঠা পাবে- তা মুসলমান নেতৃবৃন্দ মেনে নেয় নি।