মুসলিম রাজনীতির পুনর্বিন্যাস

মুসলিম রাজনীতির পুনর্বিন্যাস

কংগ্রেস ও সাম্রাজ্যবাদীদের রাজনৈতিক চাপে এবং সর্বোপরি ব্রিটিশদের ‘Divide and Rule’ নীতির কারণে ১৯১১ সালে বঙ্গ ভঙ্গ রদ করা হলে ভারতের মুসলমানরা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক মনে করল। তাদের সরকার ঘেঁষা আনুগত্যও অনেকাংশে প্রতিক্রিয়াশীল রাজনীতির ব্যর্থতা প্রমাণিত হলো। এর ফলে মুসলিম লীগ নেতৃত্ব হতে সুবিধাবাদী রক্ষণশীল নেতৃত্বের পরিবর্তে গণতান্ত্রিক, জাতীয়তাবাদী ও উদারনৈতিক নেতৃত্বের আবির্ভাব ঘটে। ১৯১০ সালে মুহাম্মদ আলী জিন্নাহর মুসলিম লীগে যোগদান মুসলিম নেতৃত্বে এবং ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এ সময় মওলানা মোহাম্মদ আলী, মওলানা জাফর আলী খান, মওলানা আজাদ প্রমুখ মুসলিম রাজনীতির পুনর্বিন্যাসের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে, এ. কে. ফজলুল হকের নেতৃত্বে এ সময় বাংলার মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার জোয়ার আসে।