উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় জাতীয়তাবাদ বিকাশের অগ্রদূত ছিলেন রামনারায়ণ বসু। তিনি ১৮৬৬ খ্রিস্টাব্দে “Society for the Promotion of National Feeling Among the Educated Natives of Bengal” নামে শিক্ষিত বাঙালিদের স্বদেশ প্রীতিমূলক এক সংস্থা গড়ে তোলেন। নবগোপাল মিত্রের সহযোগিতায় রামনারায়ণ বসু National Society এবং National Paper প্রতিষ্ঠার মাধ্যমে সর্বভারতীয় হিন্দুদের মধ্যে জাতীয়ভাব বিকাশে চেষ্টা করেন। নবগোপাল মিত্র হিন্দুদেরকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে তুলে ধরেছেন। তার মতবাদানুসারে সমগ্র ভারতবর্ষে যেখানে হিন্দু আছে, তাদের নিয়েই হিন্দু জাতি। পরবর্তীকালে এ ধর্মাশ্রিত জাতীয়তাবোধই রাজনীতির ক্ষেত্রে সাম্প্রদায়িকতায় পরিণত হয়।