দ্বি-জাতিতত্ত্ব

দ্বি-জাতিতত্ত্ব

১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় ১৯৩৭ সালে ভারতে সবাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশে কংগ্রেস এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশে মুসলিম লীগের মন্ত্রিসভা গঠিত হয়। কংগ্রেস যেসব প্রদেশে ক্ষমতায় ছিল, সেসব প্রদেশে বসবাসকারী মুসলমানদের উপর তারা অবিচার ও নিপীড়ন চালাতে থাকে। এর ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে পুনরায় সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠে। এরূপ পরিস্থিতিতে মুহাম্মদ আলী জিন্নাহ তাঁর বহুল আলোচিত ‘দ্বি-জাতিতত্ত্ব’ ঘোষণা করেন। এ তত্ত্বের দ্বারা তিনি জোর দিয়ে বলেন যে, এ উপমহাদেশে হিন্দু ও মুসলমান দুটি প্রধান ও স্বতন্ত্র জাতি। এদের জীবনাদর্শন সম্পূর্ণ ভিন্ন। সুতরাং তাদের আবাসভূমিও হবে ভিন্ন।