অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ, ১৯৪৭ ও পরিণতি

অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ, ১৯৪৭ ও পরিণতি

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর উপনিবেশসমূহে আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে থাকে। যুদ্ধ শেষে ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শ্রমিক দলের নিকট রক্ষণশীল দলের শোচনীয় পরাজয় ঘটে। ব্রিটেনের শ্রমিক দল ভারতের স্বাধীনতা দানের ব্যাপারে সহানুভূতিশীল ছিল। নতুন প্রধানমন্ত্রী এটলী ১৯৪৭ সালের ফেব্রুয়ারি মাসে এক ঘোষণায় ১৯৪৮ সালে জুন মাসের মধ্যে তাদের ভারত ছেড়ে আসার কথা ব্যক্ত করেন। যদিও ইংরেজ শাসনের শেষ দিকে পাকিস্তান আন্দোলনের দ্রুত বিস্তার দেশবিভাগকে অনিবার্য করে তোলে, তদুপরি এর মধ্যেও বাংলার একটি প্রগতিশীল অংশ দেশবিভাগের আওতায় বাংলাকে অপর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ উদ্যোগের নেতৃত্ব দেন অবিভক্ত বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ও প্রাদেশিক মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়াদী। এক্ষেত্রে তার সহযাত্রী ছিলেন প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক আবুল হাশিম, বাংলার কংগ্রেস প্রধান অসাম্প্রদায়িক নেতা শরৎচন্দ্র বসু, প্রাদেশিক কংগ্রেস নেতা কিরণশংকর রায় প্রমুখ