সংকীর্ণ অর্থ বা মুদ্রা কি?
উত্তর: ব্যাংকে রক্ষিত এবং জনগণের হাতের নগদ অর্থকে সংকীর্ণ অর্থ বা মুদ্রা বলে।
অর্থ সংক্রান্ত M, কি?
উত্তর: M₂ এর সাথে দীর্ঘমেয়াদি আমানত বা স্থায়ী আমানত যোগ করলে মুদ্রার যে পরিমাণ যোগান পাওয়া যায় তা নির্দেশ করতে M, সংকেতটি ব্যবহার করা হয়।