বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে ও অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ হিসাবে প্রদান করে থাকে।
এই সম্পর্কে আরো প্রশ্ন উত্তর:
ব্যালেন্সশীট কি?
উত্তর: নির্দিষ্ট সময়ান্তে বাণিজ্যিক ব্যাংকের মোট দেনা পাওনার হিসাবের বিবরণীকে ব্যালেন্সশীট বা উদ্বৃত্ত পত্র বলে।
কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
উত্তর: মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যেও ব্যাংক তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
ফিশারের বিনিময় সমীকরণটি লিখ।
উত্তর: ফিশারের বিনিময় সমীকরণ, MV = PT
আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম লিখ।
উত্তর: আর্থিক নীতির দুটি হাতিয়ার হলো- ১। খোলা বাজার নীতি ও ২। ব্যাংক হারের পরিবর্তন।
খোলাবাজার কার্যকলাপ কাকে বলে?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক যখন নিজ উদ্যোগে তার সম্পত্তি যেমন- সোনা, বিদেশি মুদ্রা, সরকারি ঋণপত্র ইত্যাদি বেচাকেনা করে তখন তাকে খোলাবাজার কার্যকলাপ বলে।
বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উত্তর: বিশেষ উদ্দেশ্যে যখন কোন আর্থিক প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং সেই আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ ও ঋণ প্রদানের ব্যবস্থা থাকে, তখন সেই আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষায়িত ব্যাংক বলে।
প্রায় মুদ্রা (Near Money) কি?
উত্তর: যে সকল সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই অর্থে রূপান্তর করা যায়, সেগুলোকে বলা হয় প্রায় মুদ্রা। যেমন- ট্রেজারি বিল, চাহিদা আমানত, প্রাইজবন্ড, সরকারি বন্ড ইত্যাদি।
অর্থের প্রচলন গতি বলতে কি বুঝায়?
উত্তর: এক একক অর্থ দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য যতবার ব্যবহার হয় তাকে অর্থের প্রচলন গতি বলে।