মুসলিম লীগ প্রতিষ্ঠা
কংগ্রেসের মাধ্যমে হিন্দু নেতৃবৃন্দের ভারতবর্ষে একটিমাত্র হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার তৎপরতা, কংগ্রেসের বঙ্গ ভঙ্গ আন্দোলনের বিরোধিতা, যুক্ত প্রদেশে উর্দু ও হিন্দি ভাষা নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিরোধ প্রভৃতি কারণে উপমহাদেশের মুসলিম নেতৃবৃন্দ একটি স্বতন্ত্র রাজনৈতিক প্রতিষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেন। এরূপ পরিস্থিতিতে ১৯০৬ সালের ডিসেম্বর মাসে ঢাকার শাহবাগে মুসলিম শিক্ষা কনফারেন্সে ভারতের বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে মিলিত হন। এ অধিবেশনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রস্তাব করলে মওলানা মুহম্মদ আলী, হাকিম আজমল খান, শাহ আব্দুল্লাহ, মওলানা জাফর আলী খান প্রমুখ সমর্থন করেন। এভাবে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ সরকারের সাথে সম্ভাব বজায় রেখে মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক স্বার্থ রক্ষা ও চরিতার্থ করাই ছিল এর উদ্দেশ্য। মুসলিম নেতৃবৃন্দ ইতোমধ্যে উপলব্ধি করতে সক্ষম হন যে, হিন্দু ও মুসলমানদের মধ্যে সামাজিক মিত্রতা সম্ভব কিন্তু রাজনৈতিক মিত্রতা কখনোই সম্ভব নয়। এভাবে মুসলিম লীগ প্রতিষ্ঠার ফলে উপমহাদেশে সাম্প্রদায়িকতা নতুন মাত্রা লাভ করে।