মুদ্রা কি?

মুদ্রা কি?

উত্তর: ভূমিকা: আধুনিক অর্থনীতিতে বিশেষ করে পুঁজিবাদী অর্থনীতিতে অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সমাজে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ অর্থকে কেন্দ্র করেই আবর্তিত হয়। অর্থই বিনিময়ের সর্বজন স্বীকৃত মাধ্যম।

 

মুদ্রা/অর্থের সংজ্ঞা: অর্থ হলো বিনিময়ের উৎকৃষ্ট মাধ্যম। অর্থের মাধ্যমে সকল প্রকার ক্রয়-বিক্রয় লেনদেন তথা দেনা-পাওনার হিসেব সম্পন্ন করা যায়। বিভিন্ন দেশে অর্থ আবার বিভিন্ন নামে পরিচিত। যেমন- বাংলাদেশে টাকা, ভারতে রুপি, জাপানে ইয়েন, জার্মানিতে মার্ক/ ইউরো, যুক্তরাজ্যে পাউন্ড স্ট্যার্লিং এবং আমেরিকায় ডলার ইত্যাদি।।

 

প্রমাণ্য সংজ্ঞা: বিভিন্ন অর্থনীতিবিদ অর্থের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তা আলোচনা করা হলো:

 

প্রখ্যাত জার্মান অর্থনীতিবিদ G. F. Knap তাঁর “The State theory of Money” নামক পুস্তকে রাষ্ট্রীয় আইনের দৃষ্টিকোণ হতে অর্থের সংজ্ঞা প্রদান করেন। Knap ও তাঁর অনুসারীদের মতে, “যে বস্তু ঋণ পরিশোধের জন্য আইনগত গ্রহণযোগ্য শুধুমাত্র তাকেই অর্থ বলা হবে।” এ ধারণা অনুসারে অর্থ বলতে কেবলমাত্র বিহিত মুদ্রাকে বুঝায়।

 

অধ্যাপক J. M. Keynes-এর মতে, “অর্থ এমন একটি দ্রব্য, যা হস্তান্তর করে ঋণের চুক্তি এবং দামের চুক্তি মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয়ক্ষমতা ধরে রাখা যায়।”

 

অধ্যাপক আর, এস, সেয়ার্স (R. S. Sayers)-এর মতে “যে বস্তু দেনা-পাওনা মেটানোর কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তাই অর্থ।”

 

অর্থনীতিবিদ রবার্টসন (Robertson) বলেন, “দ্রব্যসামগ্রীর দাম অথবা অন্যান্য ব্যবসাগত কার্যকলাপের পাওনা হিসেবে যা সাধারণত সর্বত্র গ্রহণযোগ্য তাই অর্থ।

 

অর্থনীতিবিদ জি. ডি. এইচ. কোল (G. D. H. Cole) বলেন, “অর্থ এমন একটি জিনিস যা দেনা-পাওনা মেটাতে রীতি অনুযায়ী ব্যাপকভাবে ব্যবহৃত এবং ঋণ পরিশোধে সাধারণভাবে গৃহীত হয়।”

 

গ্রন্থে অধ্যাপক জি ক্রাউথার (G. Crowther) বলেন, “অর্থ এমন একটি জিনিস যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে।”