পূর্ণ নিয়োগ কি?
উত্তর: যে অবস্থায় বা পরিস্থিতিতে কোন দেশে প্রাপ্ত সকল সম্পদ কিংবা উৎপাদনের সকল উপকরণ পূর্ণদক্ষতার সাথে উৎপাদন কার্যে নিয়োজিত হয় তাকে বলা হয় পূর্ণ নিয়োগ অবস্থা।
অপূর্ণ নিয়োগ কি?
উত্তর: যে অবস্থায় সমাজের সকল কর্মক্ষম শ্রমিক নিয়োগ লাভ করতে ব্যর্থ হয় তাকে অপূর্ণ নিয়োগ অবস্থা বলে।