ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?
উত্তর: কৃষি উৎপাদন প্রণালি অপরিবর্তিত রেখে যে পরিমাণ শ্রমিক কৃষিকাজ হতে স্থায়ীভাবে সরানোর পরও কৃষির উৎপাদন ক্ষমতা হ্রাস পায় না সে পরিমাণ শ্রমিক হলো ছদ্মবেশী বেকার।
প্রশ্ন ও উত্তর :
শ্রমের সামগ্রিক চাহিদা কী?
উত্তর: শ্রমের সামগ্রিক চাহিদা বলতে অর্থনীতিতে প্রয়োজনীয় শ্রমের মোট পরিমাণ নির্দেশ করে। নির্দিষ্ট প্রকৃত মজুরি স্তরে কি পরিমাণ শ্রম নিয়োগ করা সম্ভব তাই ঐ মজুরি হারে শ্রমের সামগ্রিক চাহিদা।