গুণক তত্ত্বের অপচয় (Leakage) কি?
উত্তর: গুণক তত্ত্বে বিনিয়োগ বাড়লে আয় বাড়ে। কিন্তু বৃদ্ধি প্রাপ্ত আয়ের সবটুকু ভোগে ব্যয় হয় না। আয়ের যে অংশ ভোগে ব্যয় হয় না তাকে অপচয় বা লিকেজ বলে।
এই সম্পর্কে আরো প্রশ্ন উত্তর:
মিতব্য তার অসামঞ্জস্য কী?
উত্তর: সঞ্চয় বৃদ্ধি জাতিকে সম্পদশালী না করে বেকারত্ব ও নিম্ন আয়ের দিকে ধাবিত করে। যা আপাতঃবিরোধী একটা বিষয়। এটাই সামষ্টিক অর্থনীতির মিতব্যয়িতার অসামঞ্জস্য নামে পরিচিত।