অতিগুণক কাকে বলে?
উত্তর: স্বয়ম্ভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগের যৌথ বা একযোগে পরিবর্তনের ফলে জাতীয় আয়ের উপর যে গুণিতক প্রভাব পড়ে তাকে বলা হয় অতিগুণক।
এই সম্পর্কে আরো প্রশ্ন উত্তর:
ত্বরণ কাকে বলে?
উত্তর: জাতীয় আয়ের পরিবর্তন দ্বারা প্ররোচিত বিনিয়োগের পরিবর্তনের পরিমাণকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় ত্বরণ সহগ।