অপূর্ণ নিয়োগের ভারসাম্য কি? গুণক কি? কর্মসংস্থান গুণক কি?

অপূর্ণ নিয়োগের ভারসাম্য কি?

উত্তর: পূর্ণ নিয়োগের নিম্নাবস্থায় অর্জিত ভারসাম্যকে অপূর্ণ নিয়োগের ভারসাম্যবস্থা বলে।

গুণক কি?

উত্তর: পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে একটির পরিবর্তনের ফলে অপরটির যে কয়গুণ পরিবর্তন হয় তাকেই গুণক বলে।

কর্মসংস্থান গুণক কি?

উত্তর: প্রাথমিক কর্মসংস্থানের পরিবর্তনের ফলে চূড়ান্ত। কর্মসংস্থানের যে কয়গুণ পরিবর্তন হয়, এ দু’য়ের অনুপাতকে বলা হয় কর্মসংস্থান গুণক।