ভারসাম্য জাতীয় আয় কাকে বলে?
উত্তর : ভারসাম্য জাতীয় আয় : সাধারণত জাতীয় আয় নির্ধারণে যেসব উপাদান প্রধান ভূমিকা পালন করে সেসব উপাদান স্থির থাকলে জাতীয় আয় ও স্থির থাকে এবং এই অবস্থাকেই বলা হয় জাতীয় আয়ের ভারসাম্য অবস্থা। আবার আমরা এভাবেও বলতে পারি যে স্তরে জাতীয় আয় উঠানামার মধ্যে দিয়ে একটি স্থানে উপনীত হয় সেই স্থান বা অবস্থাকেই জাতীয় আয়ের ভারসাম্য অবস্থা বলা হয়। আমরা অর্থনীতির তথা সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় য় হিসেবে জাতীয় আয় প্রভাবিত করার উল্লিখিত উপাদান বা নির্ধারকসমূহ সম্পর্কে জানতে পেরেছি। উদাহরণ হিসেবে বলতে মন পারি, ভোগ (C), সঞ্চয় (S), বিনিয়োেগ (I), সরকারি ব্যয় (G), যে আমদানি (M), রপ্তানি (x)। এছাড়াও আর্থ-সামাজিক অনেক করে উপাদান জাতীয় আয়কে প্রভাবিত করে থাকে।