স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্যসমূহ লিখ।
ভূমিকা: সাধারণত ‘ভোগ’ বলতে কোনো দ্রব্য নিঃশেষ করা বা ধ্বংস করাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে ভোগ বলতে শুধু ব্যবহারের মাধ্যমে দ্রব্য ও সেবাসামগ্রীর উপযোগ নিঃশেষ করে ফেলাকে বুঝায়। ভোগের সাথে আয়ের আবার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যা প্রকাশের জন্য ভোগ অপেক্ষক ব্যবহৃত হয়। ভোগ অপেক্ষক আবার বিভিন্ন সময় মেয়াদে হতে পারে। তন্মধ্যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক অন্যতম।
স্বল্পকালীন ভোগ অপেক্ষক : স্বল্পমেয়াদে আয় ও ভোগ ব্যয়ের মধ্যে যে কার্যকরী সম্পর্ক বিরাজ করে তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলা হয়। অর্থনীতিতে স্বল্পমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময়কে (এক দিন, এক মাস কিংবা এক বছর ইত্যাদি) বুঝায় না। স্বল্পমেয়াদ বলতে এমন একটি সময়কে বুঝায়, যে সময়ের কার্যকরী উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান স্থির থাকে।