পলিমারকরণ কী?

পলিমারকরণ কী?

উত্তরঃ গ্রিক শব্দ Poly অর্থ বহু এবং Meros অর্থ একক বা অংশ। সুতরাং পলিমার হলো একটি বৃহৎ অণু যা বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র একক বা অণু পরস্পর যুক্ত হয়ে গঠিত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা একককে বলা হয় মনোমার। অর্থাৎ পলিমার হলো মনোমারের সমষ্টি। অর্থাৎ যে প্রক্রিয়ায় পলিমার গঠিত হয় তাকে পলিমারকরণ বলা হয়।