থার্মোপ্লাস্টিক পলিমার কী?

থার্মোসেটিং পলিমার কী?

উত্তরঃ যে সকল পলিমার তাপের প্রভাবে নরম হয় ও গলে যায় এবং শীতল বা ঠাণ্ডা করলে পুনরায় কঠিন হয় এভাবে বার বার তাপ প্রয়োগ ও শীতল করলেও এদের ধর্মের কোন রূপ পরিবর্তন হয় না তাদেরকে থার্মোপ্লাস্টিক পলিমার বলা হয়। যেমন- পলিথিন, পলিস্ট্যারিন, নাইলন, PVC ইত্যাদি থার্মোপ্লাস্টিক পলিমার।