F-এর কোন ক্ষার ধর্ম নেই ( Flourine has no basic properties)
উত্তর: হ্যালোজেন মৌলসমূহের মধ্যে F এর আকার সবচেয়ে ছোট। ছোট হওয়ায় সর্ববহিস্থ ইলেকট্রন নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে। ফলে এর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হওয়ায় ত্যাগ করার প্রবণতা থাকে না বরং ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সবচেয়ে বেশি হয়। এজন্য এর তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হওয়ার কারণে ধনাত্মক আয়ন তৈরির কোন প্রবণতা এর মধ্যে নেই। এর কোন অক্সি এসিড নেই ফলে ধনাত্মক চার্জ ধারণে এটি সম্পূর্ণ অক্ষম। এর থেকে বলা যায় ফ্লোরিনের কোন ক্ষার ধর্ম নেই।